Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত থেকে ১২টি সোনার বারসহ ৩ পাচারকারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ১৮:২০

বেনাপোল: যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে বারোপুতা কৃষ্ণপুর নামক স্থানে অভিযান চালিয়ে সোনাসহ চোরকারবারিদের আটক করা হয়। আটক তিন জন হলেন- আজমীর, জালাল ও নুরুজ্জামান। তাদের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে।

বিজ্ঞাপন

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সোনার একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। তখন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার হতে আনুমানিক ৭ দশমিক ৬ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দৌলতপুরের কৃষ্ণপুর নামক স্থানে অবস্থান নেয়। এক পর্যায়ে দৌলতপুর অভিমুখে আসা একটি মোটরসাইকেল ধাওয়া করে ১২টি সোনার বারসহ তিন জনকে আটক করা হয়। সোনার বারগুলো তারা অভিনব কায়দায় পাচার করছিল।

তিনি আরও জানান, জব্দ করা সোনার বারগুলোর ওজন ১ কেজি ৩৯৯ গ্রাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম সোয়া এক কোটি টাকা। সোনার বারগুলো ট্রেজারি অফিসে এবং আসামি ও মোটরসাইকেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/পিটিএম

সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর