Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সি-স্যুট অ্যাওয়ার্ডস পেলেন ২৮ ব্যবসায়ী

সারাবাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৩ ১৭:৪৮

ঢাকা: ব্যবসায়িক ক্ষেত্রে স্ব স্ব অবদানের জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছেন ২৮ জন শীর্ষ ব্যবসায়িক কর্মকর্তা।

শনিবার (১১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সি-সুটস অ্যাওয়ার্ডসের দ্বিতীয় অধিবেশন। এ বছরের জমকালো গালা আয়োজনটিতে প্রায় ৩৫০ জন ব্যবসায়িক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রযোজনায়, সামিট কমিউনিকেশনস লিমিটেডের সঞ্চালনায়, বিএসআরএম এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই), স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং ন্যামকন কনসালটেন্সি লিমিটেডের সমন্বয়ে অনুষ্ঠিত আয়োজনটি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি বাৎসরিক উদ্যোগ। এতে দেশের শীর্ষ ব্যবসায়িক কর্মকর্তাদের স্ব স্ব ভূমিকায় অসাধারণ সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়।

এই বছর বাংলাদেশ সি-সুটস অ্যাওয়ার্ডসের জন্য ২২টি ক্যাটাগরিতে ৩৫টি প্রতিষ্ঠান থেকে শতাধিক মনোনয়ন জমা পড়ে। সি সুটস ব্যবস্থাপনার পদগুলোর সুষ্ঠু সমন্বয়ের লক্ষ্যে এই ক্যাটাগরিগুলো গঠন করা হয়। দেশের শীর্ষ ক্যাটেগরি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি জুরি সেশনে যথাযথ পর্যালোচনার মাধ্যমে ক্যাটাগরিভিত্তিক বিজয়ীদের বাছাই করে নেওয়া হয়। এ ছাড়াও, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে আরও ৩টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এ ছাড়াও, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের দ্বি মাসিক ম্যাগাজিন ‘সিইও রিভিউ’র দ্বিতীয় সংখ্যাটি প্রকাশ করা হয় এই আয়োজনে।

গালা আয়োজনটির স্বাগত বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম বলেন, এই সম্মাননাটি বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রের শীর্ষ নেতৃত্বের বিকাশের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। দুটি লক্ষ্য নিয়ে আমরা এই উদ্যোগটি শুরু করেছি। প্রথমত, দেশের শীর্ষ কর্মকর্তাদের অসাধারণ অর্জনকে উদযাপন করা এবং দ্বিতীয়ত তাদের সাফল্যের গল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

বিজ্ঞাপন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)-এর ম্যানেজমেন্ট কমিটির দুজন শীর্ষ কর্মকর্তাকে বাংলাদেশ সি-সুটস এওয়ার্ডস ২০২৩ প্রদান করা হয়। ‘চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার/সিএ ডিরেক্টর অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইউবিএল’র করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ্‌স অ্যান্ড কম্যুনিকেশন্স ডিরেক্টর শামীমা আক্তার এবং ‘চিফ সাপ্লাই চেইন অফিসার/সাপ্লাই চেইন ডিরেক্টর অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ইউবিএল’র সাপ্লাই চেইন ডিরেক্টর মো. রুহুল কুদ্দুস খান।

২য় বাংলাদেশ সি-সুটস এওয়ার্ডসের পূর্বে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করে ৭ম লিডারশিপ সামিটের। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রযোজনায়, সামিট কমিউনিকেশনস লিমিটেড এবং শেলটেকের সঞ্চালনায়, বিএসআরএম, টিম গ্রুপ এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই), স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এবং ন্যামকন কনসালটেন্সি লিমিটেডের সমন্বয়ে অনুষ্ঠিত এই বছরের অধিবেশনটির প্রতিপাদ্য ছিলো, ‘নেভিগেটিং দ্য নেক্সট ফ্রন্টিয়ার: ট্রান্সফরমিং অর্গানাইজেশন ফর দ্য ফিউচার’ বা ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে তৈরি করে তোলা।

৭ম লিডারশিপ সামিট এবং ২য় বাংলাদেশ সি-সুটস অ্যাওয়ার্ডস আয়োজন দুটি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। নলেজ পার্টনার- মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ; একাডেমিক পার্টনার- লিডারশিপ একাডেমি; লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার- কাজি কনসালটান্টস; টেকনোলজি পার্টনার- আমরা টেকনোলজিস লিমিটেড; পিআর পার্টনার- ব্যাকপেজ পিআর।

সারাবাংলা/একে

ব্যবসায়ী শীর্ষ কর্মকর্তা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর