Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাশকতাকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ১৭:৪৬

ঢাকা: নাশকতাকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।

রোববার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপি সদরদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এত নিরাপত্তার পরেও বাসে কিভাবে আগুন দেওয়া হচ্ছে?- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘পরিপূর্ণ নিরাপত্তা বলতে আসলে পৃথিবীতে কিছু নেই। সব থেকে বেশি চ্যালেঞ্জিং কিন্তু চোরাগোপ্তা কিংবা ছদ্মবেশ হামলা ঠেকানো। এখন আমরা যেটার কিছু নমুনা দেখছি। তার পরও যত ধরনের নিরাপত্তা পদ্ধতি প্রয়োগ করা যায় সেটি কিন্তু আমরা করছি। যারা এ ধরনের নাশকতা করছে, তারাও কিন্তু তাদের স্থান ও সময় পরিবর্তন করছে।’

তিনি আরও বলেন, ‘নাশকতা প্রতিরোধে আমরা আরও কিছু পদ্ধতি আজ থেকে নতুন করে শুরু করব। এতে বাসে যাত্রীবেশে নাশকতাকারীদের আসাটা আরও কঠিন হবে। আরও কিছু কাজ আমরা করব, সেগুলো এখন বলতে চাচ্ছি না। নাশকতাকারীরা যদি এসব বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে।’

আইনের কঠোর প্রয়োগটা কেমন হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘আইনের মধ্যে থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধের জন্য যেসব আইন দেশে আছে সেসব আইনকে কঠোরভাবে প্রয়োগ করা হবে।’

নাশকতাকারীদের গুলি করার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কোনো কিছুই আমরা আইনের বাহিরে বলেনি। দেশের প্রচলিত আইনেই বলা হয়েছে, কখন কোন পদক্ষেপটি আইনসম্মত।’

গুলির বিষয়ে ফের প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘লিখিতভাবে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। আমরা নাশকতা রোধে আইনের মধ্যে থেকেই সবকিছু করব।’

বিজ্ঞাপন

২৮ অক্টোবরের সংঘর্ষের ঘটনায় পুলিশের ছয়টি অস্ত্র খোয়া যায়। সেগুলো উদ্ধার হয়েছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। আরও সময় লাগবে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

আইন নাশকতাকারী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর