Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণকে প্রতিপক্ষ মনে করে আওয়ামী লীগ: ১২ দলীয় জোট

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ১৭:২২

ঢাকা: ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, দেশ-বিদেশে প্রশ্নবিদ্ধ ও গণবিরোধী নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। তারা জনমতের বিরুদ্ধে গিয়ে আরেকটি পাতানো নির্বাচন করতে চায়। এ থেকে প্রমাণ হয়, জনগণকে প্রতিপক্ষ মনে করে আওয়ামী লীগ।

রোববার (১২ নভেম্বর) দুপুরে চতুর্থ ধাপের অবরোধ সফল করতে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে মিছিল শেষে জোট নেতারা এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে পুরানা পল্টন মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

নেতারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার হরণকারী এই সরকার দেশকে পঙ্গু রাষ্ট্র বানিয়েছে। কোটি কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছে। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। দেশের সকল পর্যায়ে আওয়ামী আগ্রাসন চলছে।

তারা বলেন, ‘১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এড. সৈয়দ এহসানুল হুদাসহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে জেলখানা আটক রাখা হয়েছে। এ ধরনের গণগ্রেফতার চালিয়ে আরেকটি নির্বাচন করার খেলা দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। তাই বিএনপি নেতাদের এবং বিএনপি পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাদের ভয়ভীতি ও লোভ-লালসা দেখিয়ে নির্বাচনে নিয়ে আসার অশুভ খেলায় মেতে উঠেছে!’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, হান্নান আহমেদ খান বাবলু, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক নাসির আল মামুন, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীম, শামসুল আহাদ, আবুল মনসুর, লেবার পার্টির যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস রেজা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, আতাউর রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, জাতীয় ছাত্রসমাজের সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্র জমিয়তের সভাপতি আদনান আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

এদিকে, দুপুর ১২টায় পল্টন মোড় থেকে মিছিল বের করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। মিছিলটি পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় বটতলায় শেষ হয়। এতে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীরা।

সারাবাংলা/এজেড/পিটিএম

১২ দলীয় জোট আওয়ামী লীগ জনগণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর