তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন— ইসিকে বিএনপি নেতা খোকন
১২ নভেম্বর ২০২৩ ১৭:১২
ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বলেছেন তিনি।
রোববার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সংসদ নির্বাচন উপলক্ষে ডিসি-এসপি-ইউএনওদের ট্রেনিং প্রোগ্রামে প্রধান নির্বাচন কমিশন অফিস থেকে বলা হলো, আপনাদের ওপর নির্ভর করবে সুষ্ঠু নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, লক্ষ্মীপুর ও ভোলাতে যেভাবে নির্বাচন হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়।’
খোকন আরও বলেন, ‘লক্ষ্মীপুর ও ভোলার উপনির্বাচনে যা হয়েছে, তার সবকিছুই জাতি জানতে ও দেখতে পেরেছে। মাত্র ৫৭ সেকেন্ডে ৪৩ ভোট জাতি দেখতে পেয়েছে।’
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনারা পারবেন না। আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে, সকলের ফ্যামেলি আছে, আত্মীয় স্বজন আছে। এই কলঙ্কজনক দায়িত্ব থেকে আপনারা অব্যাহতি নিন। দয়া করে পদত্যাগ করুন এবং নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন।’
তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণা করলে জাতি আপনাদের অভিশাপ দেবে। এটা অন্যায় হবে এবং সংবিধান লঙ্ঘন হবে। একজন নির্বাচন কমিশনার বললেন এক শতাংশ ভোট কাস্ট হলেও চলবে। তা কিন্তু হবে না। সংবিধানে বলা আছে- জনগণ সকল ক্ষমতার উৎস। আর জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। ভোটারদের নিরাপত্তা কোথায়! কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হয় নাই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘এখন বাংলাদেশে নির্বাচন বলতে কিছু কি আছে? নির্বাচন ব্যবস্থাকেই আওয়ামী লীগ সরকার খেয়ে ফেলেছে। এখন বাংলাদেশে জনগণের ভোটাধিকার নাই। আমাদের লোভ দেখিয়ে বলা হচ্ছে, ভোটাধিকার দরকার নেই, গণতন্ত্র দরকার নেই- শুধু উন্নয়ন হলেই চলবে।
তিনি বলেন, ‘এই দেশটা স্বাধীন হয়েছে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের অভাব আছে, কষ্ট আছে, দারিদ্রতা আছে। কিন্তু, গণতন্ত্রের মূল্য আমরা বুঝি। স্বাধীনতা সংগ্রামে কোটি কোটি মানুষ জড়িত হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে এই গণতন্ত্রের জন্য। ৩০ লাখ মানুষ শহিদ হয়েছে গণতন্ত্রের জন্য। সুতরাং এটা শুধু বিএনপির আন্দোলন নয়, সারা জাতির দাবি- জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এই দাবির জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দল আন্দোলন করছে।’
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘তফসিল ঘোষণা হলেও এই আন্দোলন চলবে। আন্দোলনে জনগণের জয় হবে, গণতন্ত্রের জয় হবে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।’
সারাবাংলা/কেআইএফ/পিটিএম