Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির ইন্ধন রয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ১৬:৫০

ঢাকা: পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের যে ভিডিও ফুটেজ পাচ্ছি তাতে আন্দোলনকারীদের প্রায় সবাই বিএনপির অ্যাকটিভিস্ট। আমরা দেখেছি কুষ্টিয়ার এক নেতা কোনাবাড়িতে শ্রমিকদের উসকানি দিচ্ছিল। এরকম অনেক স্থানে যেগুলো ক্যামেরাবন্দি হয়েছে এবং ধরা পরেছে তাদের সবাই বিএনপির অ্যাক্টিভিস্ট বলে দেখা গেছে।

বিজ্ঞাপন

রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন। তিনি বলেন, ‘এরা নিরীহ শ্রমিকদের উসকানি দিচ্ছেন। তাদের জড়ো করছেন। সর্বক্ষেত্রে ফেল করে শ্রমিকদের দিয়ে সফলতা পাওয়া যায় কিনা সে পথ খুঁজছেন। তাদের যে বেতন বাড়ানো হয়েছে তার চেয়ে বেশি দাবি থাকলে তা নিয়ে ফের আলোচনায় বসতে পারেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই একসঙ্গে বসে শ্রম মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী এই বেতন বাড়ানো হলো। ৮ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা। তাদের মনে হয় অনেকের সংশয় রয়েছে, দ্বিধা রয়েছে। শুনতে পাচ্ছি সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড- এগুলো নিয়ে সংশয়। এগুলো নিশ্চয় মালিকপক্ষ সমাধান করবেন। সমাধানের পথ আগুন নয়। সমাধানের জন্য রাস্তা অবরোধ করা না।’

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ঘোষণার পরেও গাজীপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনে বেশি কিছু কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এই প্রেক্ষাপটে ১৩০টি কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিজিএমইএ। শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে এসব কারখানা বন্ধ করা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

আন্দোলন পোশাক শ্রমিক বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর