Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধের একদিনে ১০ বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ১৫:৩৮

ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধ শুরুর আগের রাতে ৮টিসহ রাজধানীতে একদিনে মোট ১০টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া অবরোধ চলাকালে রোববার (১২ নভেম্বর) দুপুরে আরও একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় এক নারী দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১২ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘১১ নভেম্বর শনিবার রাত ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা (অবরোধের আগের রাত) পর্যন্ত মোট ৯টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ১টি, বরিশাল বিভাগ (বরিশাল সদর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৮টি বাস, ১টি পিকআপ ভ্যান পুড়ে যায়। এ অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।’

বিজ্ঞাপন

এর মধ্যে রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর নটরডেম কলেজের সামনে লাল সবুজ নামে ১টি বাস, রাত সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী লিঙ্ক সিটি পরিবহনের ১টি বাস, রাত ৯টায় গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ নামে ১টি বাস, ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনাবিল পরিবহন নামে ১টি বাস, ৯টা ৩৩ মিনিটে গাজীপুরের জুগিতলা ১টি পিকআপ ভ্যান, রাত ১১টা ৩৮মিনিটে কাফরুল থানার সামনে মিরপুর ১৪ প্রজাপতি পরিবহন নামে ১টি বাস, রাত ১২টায় রূপনগর থানার সামনে ১টি বাস, রাত ৩টা ৩৫মিনিটে বরিশাল বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে মা এন্টারপ্রাইজ নামে ১টি বাস ও ভোর ৬টা ৯মিনিটে সুত্রাপুরে মালঞ্চ পরিবহন নামে ১টি বাসে আগুনের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী রোববার বেলা ১টা ১৩ মিনিটে মিরপুর গোল চত্বর এলাকায় প্রজাপতি পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে শনিবার (১১ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলী জাতীয় অর্থপেডিক (পঙ্গু) হাসপাতালের সামনের সড়কে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন এবং আগারগাঁওয়ে শিকড় পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল তা ফায়ার সার্ভিসের কাছে কোনো তথ্য নেই।

সেই অনুযায়ী ফায়ার সার্ভিস থেকে পাওয়া ৮টি বাসে আগুনসহ মোট ১০টি গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের গাড়িতে আগুনে দগ্ধ হয়েছে এক নারী। তিনি বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া হতাহতের আর কোনো ঘটনা ঘটেনি।

সারাবাংলা/ইউজে/একে

অবরোধ টপ নিউজ বাসে আগুন বিএনপি-জামায়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর