দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সার কারখানার উদ্বোধন
১২ নভেম্বর ২০২৩ ১৩:৩০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৩:৩৬
নরসিংদী: দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি।
রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে পরিবেশবান্ধব এই সার কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার আরও ১০টি ভবনসহ উন্নয়ন কাজের উদ্বোধনও ঘোষণা করবেন তিনি। এর আগে, দুপুর ১২টার দিকে নরসিংদীর পলাশে পৌঁছান তিনি।
কারখানা উদ্বোধন এবং সুধী সমাবেশ শেষে আজ বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত সামাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীর মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের বিশাল সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
প্রকল্প সূত্রে জানা গেছে, কারখানাটি চালু হলে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়ার সার উৎপাদন সম্ভব হবে। আর বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন উৎপাদন হবে। যা দেশের মোট সারের চাহিদার ৪০ ভাগ মেটাবে। এতে করে ৭ হাজার ৬০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭০ সালে বার্ষিক ৩ লাখ ৪০ হাজার এবং ১৯৮৫ সালে ৯৫ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন যথাক্রমে ঘোড়াশাল এবং পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়। কারখানা দু’টি পুরাতন হওয়ায় উৎপাদন ক্ষমতা হ্রাস এবং ডাউন টাইম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানা দু’টির স্থানে উচ্চ ক্ষমতাসম্পন্ন, শক্তিসাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর একটি সার কারখানা নির্মাণের নির্দেশনা দেন।
সে প্রেক্ষিতে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন নতুন গ্রানুলার ইউরিয়া সার কারখানা স্থাপনের লক্ষ্যে ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ শীর্ষক প্রকল্পটি নেওয়া হয়। পরে ২০১৮ সালে প্রল্পটির কাজ শুরু করে শিল্পমন্ত্রণালয়। ৪৩৬ একর জায়গার মধ্যে ১১০ একর জায়গা নিয়ে স্থাপিত কারখানাটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫ লাখ ৫২০ কোটি টাকা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের অক্টোবরে কারখানার নির্মাণকাজ শুরু হয়। ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে প্রকল্পের অবকাঠামোর কাজ বাধাপ্রাপ্ত হয়। পরে একই বছরের ১৬ আগস্ট পূর্ণোদ্যমে কাজ শুরু হয়। যার দায়িত্ব পায় চীনের সিসি সেভেন এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর ২০২২ সালের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
সারাবাংলা/এসএম/এনএস
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা