Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারাবাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৩ ১০:৩৫

পর্তুগালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দেশটির রাজধানী লিসবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

পর্তুগাল যুবলীগ নেতা তানভীর আলম জনির সঞ্চালনায় ও অনুপম মেহেদী অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।

আরও উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, দফতর সম্পাদক জাকির হোসাইন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আলিম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, আহসান উল্লাহ সরকার, মজুমদার ইকবাল, উজ্জ্বল তপাদার, মোস্তাফিজুর রহমান, সেবুল আহমেদ, জাবেদ আহমেদসহ অন্যান্য নেতারা।

এছাড়াও অনুষ্ঠানে পর্তুগাল আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ই আগস্টের শহীদদের স্মরণ করেন তারা।

সারাবাংলা/ইআ

পর্তুগাল যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর