Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মীরে আগুন: রাঙ্গামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ০৮:৩০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১০:১১

রাঙ্গামাটি: ভারতের জুম্ম-কাশ্মীরের ডাল লেকে হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন বাংলাদেশি পর্যটকের একজন রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল।

শনিবার (১১ নভেম্বর) অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর জানা গেছে, প্রকৌশলী অনিন্দ্য কৌশল ওই হাউজবোটে ছিলেন। শনিবার দিবাগত রাতে রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার ও মেসার্স অনুপম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী অনুপম বড়ুয়া শংকর এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অনুপম জানান, বৃহস্পতিবারও (৯ নভেম্বর) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, সাইনসের সমস্যার কারণে তিনি ভারতে চিকিৎসার জন্য গিয়েছেন। গত ১ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটি নিয়েছেন। আগামী সপ্তাহে অফিস করার কথা ছিল তার।

অনিন্দ্য কৌশলের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। তার স্ত্রী, এক মেয়ে ও ছেলে রয়েছে।

জানা গেছে, অনিন্দ্য কৌশল ৩০তম বিসিএসে (প্রকৌশল) চাকরিতে নিয়োগ পান। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর তিনি রাঙ্গামাটি গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। রাঙ্গামাটিতে তার চাকরি জীবনের তিন বছর পূর্ণ হয়েছে গত সেপ্টেম্বর।

অনিন্দ্য কৌশলে ব্যক্তি জীবনে সজ্জন ও মিশুক স্বভাবের ছিলেন বলে জানিয়েছেন অফিসের কর্মচারী ও ঠিকাদাররা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে শনিবার সকালে ভাসমান বেশ কয়েকটি হাউজবোটে আগুন লাগে। এতে বোটগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরে তিন বাংলাদেশি পর্যটকের দেহ উদ্ধার করা হয়।

সারাবাংলা/ইআ

কাশ্মীর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর