Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসা যাবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ২৩:০৫

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিএনপির উদ্দেশে বলেছেন, আপনারা অগ্নিসন্ত্রাস করেছেন, মানুষ পুড়িয়ে মারছেন, প্রতিষ্ঠান পোড়াচ্ছেন। অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে জ্বালাও-পোড়াও করছেন, বাসে আগুন দিচ্ছেন, পুলিশ হত্যা করছেন। জ্বালাও-পোড়াও করে বাংলাদেশে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে গেলে ভোটের মাধ্যমে আসতে হবে।

স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি কয়েকবার ক্ষমতায় এলেও দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ২০ মেডিকেল কলেজ ও ৫টি মেডিকেল ইউনিভার্সিটিরসহ বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে।’

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশের কোনো বাড়িতে অন্ধকার নেই, প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন হারিকেনও নেই, কুপিও নেই। আর বিএনপির সময় প্রতিটি বাড়ি অন্ধকারে ছিল। তাদের সময় জনগণ বিদ্যুতের দাবিতে আন্দোলন করলে তাদের গুলি করে মারা হতো।’

তিনি বলেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে আছে। খাদ্যের কোনো অভাব নেই। কেউ না খেয়ে থাকে না। মানুষকে ভিক্ষা করতে দেখা যায় না। আর বিএনপির সময় দেশে সারের অভাব হয়েছিল, লুটপাট করেছিল। ফলে খাদ্য ঘাটতি হয়েছিল।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন আসছে। সবাইকে এখনই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এক হয়ে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, মানিকগঞ্জের সবগুলো আসন নৌকাই পাবে। আমি এও বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে আছেন। শেখ হাসিনা হচ্ছেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। আগামী নির্বাচনেও বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন।

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক মেয়র পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, বর্তমান পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন ও স্বাস্থ্যমন্ত্রীর কনিষ্ঠ কন্যা প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর