Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে না এসে ধ্বংসাত্মক কাজ করলে ব্যবস্থা’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১৮:৫৯

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে না এসে ধ্বংসাত্মক কাজ করে তাহলে প্রচলিত আইনে সেই দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১১ নভেম্বর) সকালে হবিগঞ্জ পৌর মহা-শ্মশানঘাট এলাকায় ‘পৌর পানি লৌহ দূরীকরণ প্রকল্প-৩’ এর উদ্বোধন শেষে উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

এলজিআরডি মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়, দেশের জনগণের স্বার্থে রাষ্ট্রকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছে দেওয়ার জন্য নির্বাচন অপরিহার্য। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিক দলের স্বাধীনতা আছে। নির্বাচন কমিশন সব দলকে আহ্বান জানিয়েছে। এখন কোনো দল যদি অংশগ্রহণ না করে অন্যরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি। কিন্তু কখনও পুলিশ হত্যা করিনি। বিএনপি-জামায়াত কি নির্মমভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে সেটি দেশবাসী দেখেছে। আওয়ামী লীগ শান্তি চায় আর বিএনপি হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। দেশের জনগন আওয়ামী লীগকে বিশ্বাস করে এবং ভালবাসে।

উন্নয়ন ও শান্তি সমাবেশের আগে মন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত জেলা পরিষদ ডাক বাংলোর উদ্বোধন করেন। পরে দুপুরে তিনি হবিগঞ্জ-বানিয়াচং আর অ্যান্ড এইচ রোড থেকে প্রতাপপুর সড়ক ও একই সড়কে নব নির্মিত চেইনেজ ৮৪ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক নির্মিত বানিয়াচং উপজেলা পরিষদের নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।

সারাবাংলা/আরএফ/এনইউ

টপ নিউজ ধ্বংসাত্মক নির্বাচন স্থানীয় সরকারমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর