Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১৮:১৯

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহদাত হোসেন সেলিম।

সারাবাংলাকে তিনি বলেন, ‘এতদিন বিএনপি নেতা-কর্মীদের গণহারে আটক করা হলেও সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীকে আটক করেনি সরকার। এবার মনে হচ্ছে, তারা (পুলিশ) যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দিকে নজর দিলো।’

আটক এহসানুল হুদাকে অবিলম্বে ছেড়ে দিয়ে জনসমক্ষে হাজির করার আহ্বান জানান ১২ দলীয় জোটের শীর্ষ নেতা শাহদাত হোসেন সেলিম।

শনিবার বিকেলে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে যোগ দিতে সেগুনবাগিচায় এসেছিলেন এহসানুল হুদা।

সারাবাংলা//এজেড/একে

১২ দলীয় জোট আটক এহসানুল হুদা পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর