Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের শান্তি সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১২:২৭

মানিকগঞ্জ: বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকে হরতাল, অব‌রোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চল নটাখোলা উচ্চবিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন। উদ্বোধকের বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মানিকগঞ্জ -২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মহিউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে আর বিএনপি ধ্বংসের রাজনীতি করে। সারা দেশে হরতাল-অবরোধের নামে যানবাহনে ধ্বংসযজ্ঞ করে জনগণের জানমালের ক্ষতি করে।’

তিনি বলেন, ‘বিএনপি জামাত নির্বাচনে আসুক আর নাই আসুক সংবিধান অনুযায়ী দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।’

সমাবেশে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, ‘আপনাদের চরাঞ্চলে এসে মনটা ভারাক্রান্ত হয়েছে। এখনও বাংলাদেশে এত অনুন্নত, এত অবহেলিত এলাকা আছে, তা এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দেয় জয়ী হয়ে আপনাদের এলাকার পরিবর্তন ঘটিয়ে দেব। আর যদি না পারি তাহলে আপনাদের এলাকায় আমাকে ঢুকতে দেবেন না।’

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে, বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খানসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

শান্তি সমাবেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর