Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার নিয়ে প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ

স্টাফ করেসপেন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৩ ১২:৫৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৪:১৬

কক্সবাজার: দোহাজারী- কক্সবাজার রেলপথ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে কক্সবাজার নিয়ে স্মৃতিচারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কক্সবাজারের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িত। বেশিরভাগ সময়ই বাবা কারাগারে থাকতেন। কারাগারেই দেখা হতো। যখনই তিনি বাইরে থাকতেন, বছরে একবার করে শীতকালে আমাদের কক্সবাজার নিয়ে আসতেন।

তিনি বলেন, আমরা যখন কক্সবাজারে আসতাম তখন এরকম দালানকোঠা কিছুই ছিল না। সেখানে বেশ কিছু কটেজ ছিল। সেই কটেজ ভাড়া করে থাকতে হতো। রান্নাঘর ছিল। নিজেদের রান্না করেই খেতে হতো। আমি ৬১ সালের কথা বলছি। তখন কিন্তু আমরা প্রায়ই এখানে এসেছি।

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন করতে সকালে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের পাশের অস্থায়ী সভামঞ্চে প্রবেশ করেন তিনি।

সারাবাংলা/আইই

অনলাইন মার্কেটপ্লেস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর