Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জান্নাত আরা হেনরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ২২:২৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ২২:৫০

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। তাই তাদের বলব নির্বাচনে দাঁড়ান, আসুন। জনগণ কার সঙ্গে আছে জানুয়ারিতে জনগণ সেটি প্রমাণ করে দেবে। আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমি কথা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়ে আপনাদের মাঝে পাঠাবেন। আমি আপনাদের সহযোগিতায় নৌকা মার্কায় বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সিরাজগঞ্জে উন্নয়ন ও শান্তি সমাবেশে তিনি এ সব কথা বলেন।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।

ড. জান্নাত আরা হেনরী বলেন, ‘আপনারা জানেন বিগত জেলা আওয়ামী লীগের কমিটিতে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি।আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি। কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। কোনো হুমকি-ধমকি দিয়ে জান্নাত আরা হেনরীকে দমিয়ে রাখা যাবে না।’

আওয়ামী লীগের এই নেত্রী বলেন, ‘বিশ্ববাসী আজকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়জয়কার। আজকে যখন পদ্মাসেতুর উদ্বোধন, উপমহাদেশের মধ্যে বৃহৎ কর্ণফুলী টানেল, মেট্রোরেলের উদ্বোধন করেছেন সেই সময়ে জামায়াত-বিএনপি জোট তাণ্ডব চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কাছে এসে শিখে যেতে হবে সংগ্রাম কাকে বলে? দুটো লাঠির বাড়ি খেয়ে দৌড় দেবেন। বিদেশের মাটিতে বসে কথা বলবেন, এটি কোনো রাজনীতি হতে পারে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সহ-সভাপতি বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, সদস্য জিহাদ আল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক সুমন রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সমাবেশে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে যোগ দেন। একপর্যায়ে শান্তি সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন নৌকার প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর