Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটে আগুন দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ১৯:৩৭

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী একটি পর্যটকবাহী বোটে (ট্যুরিস্ট বোট) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুর থেকে ওই ট্যুরিস্টবোটে আসা ৬ পর্যটক নিরাপদে রাঙ্গামাটি শহরে ফিরেছেন। জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকা ঘুরে কাপ্তাই হ্রদে বেড়াতে এসে তারা এই ঘটনার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে কাপ্তাই হ্রদের কাইন্দারমুখ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিনও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি পর্যটন বোট ঘাটের ব্যবস্থাপক মো. রমজান আলী জানান, ‘শুক্রবার দুপুরে কাপ্তাই হ্রদে একটি ট্যুরিস্ট বোটে আগুন দেওয়া হয়েছে। বোটটির মালিক আলাউদ্দীন টুটুল নামের একজন। কে বা কারা কেন এই ঘটনাটি ঘটিয়েছে, এটি চালকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যেত। এখনো চালকের সঙ্গে কথা বলতে পারিনি।’

রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. জহিরুল আনোয়ার বলেন, ‘দুপুরে কাপ্তাই হ্রদের পেদা টিংটিং রেস্টুরেন্টের কাছাকাছি এলাকায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী ট্যুরিস্ট বোটটিকে থামায়। পরে বোট চালকের কাছে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে না পারলে বোটে থাকা পর্যটকদের মোবাইল ফোন নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ পর্যটকদের উদ্ধার করেন আনেন। আক্রান্ত পর্যটকরা চাঁদপুর থেকে বেড়াতে এসেছিলেন।’

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বলেন, ‘ট্যুরিস্ট বোটে ৬ পর্যটক ছিলেন। তাদের উদ্ধার করে আনা হয়েছে। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিডিএনআর/এনএস

কাপ্তাই হ্রদ ট্যুরিস্ট বোটে আগুন রাঙ্গামাটি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর