Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ৫০ নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান


১০ নভেম্বর ২০২৩ ১৮:৪৯

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার ঝিলিমে ইউনিয়ন পর্যায়ের বিএনপির ৫০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই ৫০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় ফুল দিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

বিজ্ঞাপন

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর হাসানসহ আরও অনেকে।

আওয়ামী লীগে যোগদানকারীরা জানান, একদিকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অন্যদিকে বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধীতা করেই আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এছাড়াও বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই। নেতৃত্ব নিয়েও চলছে নানারকম সংকট। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়নও করা হয় না। তাই বাধ্য হয়েই দলটি থেকে বেরিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়া হয়েছে।

আব্দুল ওদুদ বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই ৫০ বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতা-কর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছেন। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চান না বলেই এমন সিধান্ত নিয়েছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর