রামপালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু
১০ নভেম্বর ২০২৩ ১৮:১৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ২১:১৭
বাগেরহাট: মোংলা- খুলনা মহাসড়কের রামপালে মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর ) বেলা ২টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের রণসেন মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল চালকের নাম পরিচয় পাওয়া যায়নি । অপর নিহত মোটরসাইকেল যাত্রী মো. হারুন-অর- রশীদ (২৭) রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।
ওসি আশরাফুল আলম জানান, শুক্রবার বেলা দুইটার দিকে চট্রো মেট্রো- খ- ১১- ২০৫৫ প্রাইভেটকার এর অজ্ঞাতনামা চালক খুলনা থেকে মোংলা যাচ্ছিলেন। প্রাইভেটকারের গতি বেশি থাকায় তা রামপাল থানাধীন রনসেন মাছের আড়তের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালক ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মোটরসাইকেলের যাত্রী মো. হারুন-অর- রশীদকে গুরুতর আহত অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, প্রাইভেটকারের চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/একে