Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় গরুর মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ১৭:৩৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রথমবারের মত ব্যতিক্রম ত্রি-জেলা গরু মেলার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসস্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দুদিনব্যাপী ত্রি-জেলা গরু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

মেলা কমিটিরি আহ্বায়ক সার্জেন (অব.) হাজ্জাজ আলী জানান, মেলায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার রেজিস্ট্রেশনভুক্ত খামারিদের গরু প্রদর্শন, বিক্রি ও স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ তিন জেলা থেকে এরইমধ্যে দেশি-বিদেশি উন্নত জাতের ২৫২টি গরু রেজিস্ট্রেশনভুক্ত করা হয়েছে।

সারাবাংলা/একে

গরুর মেলা চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর