বঙ্গবন্ধু টানেলে বাস উল্টে নিহত ১, আহত ১৩
স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ১৫:২১
১০ নভেম্বর ২০২৩ ১৫:২১
চট্টগ্রাম ব্যুরো: বঙ্গবন্ধু টানেলে প্রবেশের সময় সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে টানেল রোডের পতেঙ্গা প্রান্তের ওয়াই জংশনের আগে এ দুর্ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, পুলিশ গিয়ে বাসটি পরিত্যক্ত অবস্থায় পেয়েছে। আমরা ধারণা করছি গাড়ির ‘চালক ঘুমে’ ছিলেন। ওই অবস্থায় গাড়িটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ১২-১৩ জন গুরুতর আহত হয়েছেন। যিনি মারা গেছেন তার পরিচয় জানতে পারিনি। তিনি ওই গাড়ির চালকও হতে পারেন। গাড়িটি গোলচত্বর পার হয়ে বঙ্গবন্ধু টানেলে প্রবেশ করছিল।
সারাবাংলা/আইসি/এনইউ