বাইডেন প্রশাসনকে সতর্ক করে কূটনীতিকদের তারবার্তা
১০ নভেম্বর ২০২৩ ১৬:১২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৮:১৬
আরব বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা বাইডেন প্রশাসনকে কঠোর সতর্কবাণী দিয়েছেন। গাজায় ইসরাইলি অভিযানে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কারণে আরব বিশ্বে মার্কিনবিরোধী মনোভাব তীব্র হচ্ছে বলে সতর্ক করেছেন কূটনীতিকরা। গোপন কূটনৈতিক তারবার্তার বরাত দিয়ে সিএনএন-এ খবর প্রকাশ করেছে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, তারবার্তায় কূটনীতিকরা বলেছেন, ‘বাইডেন প্রশাসনের নীতির কারণে আরব বিশ্বের জনগণকে একটি প্রজন্মের জন্য হারাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।’
তারবার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ সম্পর্কে কর্মকর্তাদের গভীর উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে অন্তত ১৪০০ ইসরাইলি নিহত হয়। হামাস দুই শতাধিক ইসরাইলিকে জিম্মি করে। হামাসের এই অভিযানের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল। লাগাতার ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকায় ইসরাইলের হামলাকে জোরালো সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর এতে ক্ষোভে ফুঁসছে আরব বিশ্ব।
ওমানে মার্কিন দূতাবাসের পাঠানো তারবার্তায় বলা হয়, ‘আমরা যুদ্ধক্ষেত্রে বাজেভাবে হেরে যাচ্ছি।’ তারাবার্তায় সতর্ক করে বলা হয়, ‘বস্তুগত এবং নৈতিকভাবে তারা [আরব বিশ্ব] এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করে।’
দূতাবাসের তারবার্তাটি হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ, সিআইএ এবং এফবিআই-এ পাঠান হয়েছিল।
অপর একটি তারবার্তা মিশরে মার্কিন দূতাবাসের। কায়রোতে মার্কিন দূতাবাসের ওই তারবার্তার তথ্য প্রকাশ করেছে সেদেশের সংবাদমাধ্যম। মিশরীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারবার্তায় বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেনের নিষ্ঠুরতা এবং ফিলিস্তিনিদের প্রতি অবজ্ঞা পূর্ববর্তী সমস্ত মার্কিন প্রেসিডেন্টকে ছাড়িয়ে গেছে।’
প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রতি মার্কিন সরকারের সমর্থন একাধিকবার ঘোষণা করেছেন। ইসরাইলে ৭ অক্টোবর হামাসের হামলার পর তিনি তেল আবিব সফর করেন। এর ফলে ফিলিস্তিনে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়েছে।
মার্কিন সরকার ইসরাইলের প্রতি সামরিক সমর্থন ও ইসরাইলের বিরুদ্ধে আঞ্চলিক অন্যান্য শক্তির যুদ্ধ জড়ানো রুখতে পূর্ব ভূমধ্যসাগরে ইউএসএস ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে।
সারাবাংলা/আইই