Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৩ ১৩:৪০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৬:০২

ঢাকা: বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারি আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। বাণিজ্য, জলবায়ু সহযোগিতা ও নিরাপত্তা ক্ষেত্রসহ অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে সম্পর্ক ও অংশীদারি গভীর করার দিকে আগ্রহ দেশটির।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাস দমন প্রচেষ্টা ও মার্কিন জাতীয় স্বার্থে ইতিবাচকভাবে অবদান রেখেছে এই নীতি। এই বিষয়ে বর্তমান সরকারের অর্জনকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?’

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আপনি আমাকে আগে বলতে শুনেছেন, যে গত বছর আমরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি। অবশ্যই এটি এমন একটি দেশ যার সঙ্গে আমরা সম্পর্ক ও সহযোগিতা চালিয়ে যাব। আমাদের সম্পর্ক এবং অংশীদারিকে আরও গভীর করব। কারণ বাণিজ্য, জলবায়ু সহযোগিতা, নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা এবং অন্যান্য যেখানে সম্ভাবনা রয়েছে সেখানে সম্পর্ক ও অংশীদারি অব্যাহত রয়েছে।’

অপর একটি প্রশ্নে প্রশ্নকর্তা বিরোধীদলের দাবি বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি নিশ্চিত যে, আমি গতকাল বা তার আগের দিন বা তার আগের দিন এই প্রশ্নের উত্তর দিয়েছি।’

বিজ্ঞাপন

তখন প্রশ্নকর্তা আবার বলেন, ‘আমরা প্রতিবারই উত্তর পাচ্ছি, আপনারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান।’ বেদান্ত প্যাটেল বলেন, ‘এটি চলমান রয়েছে।’

প্রশ্নকর্তা তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটি আবার উত্থাপন করে বলেন, ‘অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করেন কি না— হ্যাঁ বা না।’

উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ‘আপনি আমাদের বলতে শুনেছেন, আমরা কোনো দেশে কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করি না। যেখানে নির্বাচন চলছে সেখানে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ এবং ন্যায্য উপায়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক— যা সেই দেশের জনগণের ইচ্ছাকে সম্মান করে।’

সারাবাংলা/আইই

টপ নিউজ বেদান্ত প্যাটেল

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর