Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদলের সহ-সভাপতি পলকে তুলে নেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৩ ০৯:২৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৩:৪২

ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পলকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। অবশ্য তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে গোয়েন্দা পুলিশ নয়, সাদা পোশাকে র‍্যাব-১০ এর সদস্য এসে তুলে নিয়ে গেছে পলককে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর রোডের ১০ নম্বর বাসা (কেএফসির পেছনে) থেকে রেজাউল কবির পলকে তুলে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

অবশ্য এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশ এবং র‌্যাবের পক্ষ থেকে রেজাউল কবির পলকে তুলে নেওয়ার ব্যাপারে কিছু জানায়নি।

রেজাউল কবির পল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলার সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সাবেক সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ পলক যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর