Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধ প্রত্যাখান করে সাতকানিয়া আ.লীগের সমাবেশ

সারাবাংলা ডেস্ক
৯ নভেম্বর ২০২৩ ২৩:৩৫

চট্টগ্রাম ব্যুরো: অবরোধের নামে বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার কেরাণীহাট হক টাওয়ার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি-জামাত দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তারা দ্বাদশ সংসদ নির্বাচন বানচাল করার পাঁয়তারা করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। যেকোনো অরাজকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে থাকবে। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই জামায়াত-বিএনপিকে প্রতিহত করা হবে।

বিজ্ঞাপন

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ সাইফুদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। আরও বক্তৃতা করেন- চট্টগ্রাম দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সদস্য মাস্টার ফরিদুল আলম, উপজেলার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

সমাবেশ সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান। এ ছাড়া উপজেলার নেতাদের মধ্যে প্রদীপ কুমার চৌধুরী, সাইফুদ্দিন হাসান শাহী, মোজাম্মেল হক, জসীম উদ্দিন, মো. শাহাজান, সালাউদ্দিন শাহরিয়ার, সাইদুর রহমান দুলাল, নজরুল ইসলাম সিকদার, শাহাদাৎ হোসেন শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, ওসমান আলী, মাহাবুবুল হক সিকদার, রমজান আলী, নাছির উদ্দিন টিপু বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

অবরোধ সাতকানিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর