Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে গেছে, সিন্ডিকেটের মাথায় বাড়ি দিন’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১৯:২৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ২২:৪৩

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপস। পাশাপাশি তিনি সিন্ডিকেট করে যারা দাম বাড়ায় তাদের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি ও স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। রাজধানীর মালিবাগে অবস্থিত পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আঞ্চলিক কার্যালয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র উপস্থিত ছিলেন।

মেয়র তাপস বলেন, ‘এখন দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেটের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। এই সিন্ডিকেট একসময় আলুর দাম বাড়াচ্ছে, একসময় লবণ, একসময় পেঁয়াজ তো একসময় তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা তো আলু রফতানি করি, তাহলে কিভাবে আলুর সংকট পড়ে, কিভাবে আলুর দাম বেশি? একটাই কারণ, কুচক্রি মহল রয়েছে। তারা আলু, ডিম, চাল বা তেলের বাজার কারসাজি করছে।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির উদ্দেশে তাপস বলেন, ‘আজ সারাবিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। আমরা তো টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে খাবার দিতে পারছি। কিন্তু সাধারণ মানুষ, যারা মধ্যম আয়ের মানুষ, তাদের তো নাভিশ্বাস হচ্ছে। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনি সিন্ডিকেটকে এমনভাবে ধরবেন যাতে তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাদের মাথায় বাড়ি দিন। না হলে আমাদের অর্জন সব বৃথা চলে যাবে। কোনো অর্জনই কাজে আসবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আপনি (বাণিজ্যমন্ত্রী) জানেন সব বিষয়। আপনি কঠোর হোন, গভীরে ধরেন, বাংলার জনগণ আপনার সঙ্গে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সঙ্গে আছে। আজকে এ মহতী অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনার কাছে এ নিবেদন করি। কারণ, এত মহতী উদ্যোগ আমরা ম্লান হতে দিতে পারি না। প্রধানমন্ত্রীসহ আপনি, আপনারা এত পরিশ্রম করার পরও যদি মানুষকে প্রশান্তি দিতে না পারেন, তাহলে এগুলো ম্লান হয়ে যাবে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশে কোনো সিন্ডিকেটের স্মার্টনেস আমরা বরদাস্ত করব না।’

এ সময় বিএনপির উদ্দেশে মেয়র তাপস বলেন, ‘অগ্নিসন্ত্রাস করে সরকার হটানো যাবে না। এতে জনগণ পুড়বে, সে আগুনে আপনারাও পুড়বেন। সরকার গঠন করতে হলে সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে সঠিক সময়ে নির্বাচন করতে হবে। নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন হবে। নির্বাচনের জন্য সরকার প্রস্তুত রয়েছে। আমরা চাই বিভিন্ন রকমের ছাড় দিয়ে হলেও বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক। আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস থেকে বিরত থাকুক। নির্বাচনের মাধ্যমই সরকার গঠন হবে। জনগণ কাকে চায় নির্বাচনের মাধ্যমে সেটি প্রমাণ হবে।’

সারাবাংলা/আরএফ/পিটিএম

টপ নিউজ নাভিশ্বাস মাথায় বাড়ি সিন্ডিকেট

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর