গাড়িতে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের ২ নেতা আটক
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১৭:৪১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ২০:০৮
৯ নভেম্বর ২০২৩ ১৭:৪১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ২০:০৮
ঢাকা: রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরনো কাপড় জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, দুইজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেই মামলায় গ্রেফতার দেখানো হবে।
আগামীকাল দুজনকে আদালতে তোলা হবে।
সারাবাংলা/ইউজে/একে