Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেবাচিম হাসপাতালে ৪ ডেঙ্গুরোগীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১৪:৪৪

বরিশাল: গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চারজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে এ হাসপাতালে ভর্তি হওয়া সাত হাজার ২৫৬ রোগীর মধ্যে ১২২ জনের মৃত্যু হল।

মারা যাওয়া চারজন হলেন- বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০) ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া (১৩)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থতা লাভ করায় ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন। যা নিয়ে বর্তমানে এ হাসপাতালে ১২২ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

সারাবাংলা/এনইউ

আক্রান্ত টপ নিউজ বরিশাল মৃত্যু শেবাচিম হাসপাতাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর