Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যথাসময়ে নির্বাচন— রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১৪:১৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ১৫:২৫

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি: সারাবাংলা

ঢাকা: গণতন্ত্রে সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে তা যেকোনো মূল্যে অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি নির্বাচন কমিশনের ওপর সাংবিধানিকভাবে যে দায়িত্ব আরোপিত হয়েছে এবং সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে, আমরা সে অনুযায়ী নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বঙ্গভবনের গেটে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও রাশেদা বেগম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

সিইসি বলেন, ‘আমরা উনাকে (রাষ্ট্রপতি) জানিয়েছি, নির্বাচন কমিশনের ওপর সাংবিধানিকভাবে যে দায়িত্ব আরোপিত হয়েছে এবং সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে, আমরা সে অনুযায়ী নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। পাশাপাশি আমরা সরকার, সব রাজনৈতিক দলও জনগণের সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে কামনা করে যাচ্ছি বলেও উনাকে জানিয়েছি।’

তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেটি অবহিত করা। আমরা মহামান্যকে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছি। উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে আসছেন সিইসিসহ নির্বাচন কমিশনের অন্যরা। ছবি: সারাবাংলা

কাজী হাবিবুল আউয়াল বলেন, মহামান্য রাষ্ট্রপতি আশাবাদ জানিয়েছেন যে আসন্ন সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সুশৃঙ্খলভাবে হবে। এ ব্যাপারে কোনো সহযোগিতার প্রয়োজন হলে তিনি তা করার আশ্বাস দিয়েছেন। আমরাও বলেছি, প্রয়োজনে আপনার সহযোগিতা কামনা করব। তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন, অবাধ নির্বাচনে সব ধরনের সাহায্য-সহযোগিতা দিতে তিনি প্রস্তুত থাকবেন। আমরাও রাষ্ট্রপতি আশ্বস্ত করেছি, আমরা আশাবাদী সবার সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে তার আলোকে যথাসময়ে সম্পন্ন করতে সমর্থ হব।

নির্বাচনের সম্ভাব সময়সূচি সস্পর্কে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা সম্ভাব্য সময়সূচি বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছি। নির্বাচনের শেষ সময়টার বিষয়ে উনি জানেন যে আগামী ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে। আজ তার সঙ্গে সাক্ষাৎ করে গেলাম। মতবিনিময় করে গেলাম। আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করব।’

আরও পড়ুন- তফসিল ঘোষণা: দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক

তফসিল কি ১৫ নভেম্বরের আগে নাকি পরে হচ্ছে— এমন এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করব। কারণ নির্বাচনের সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আমরা আগেও বলেছি (জানুয়ারির) প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের কথা। আমরা এখনো ওই অবস্থানে আছি। এটা যখন বসে চূড়ান্ত করব, তখন আপনাদের অবহিত করব।’

বিজ্ঞাপন

ভোটের মাঠে রাজনৈতিক বাস্তবতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোনো কথা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। আমরা আমাদের কথা বলেছি এবং প্রত্যাশা ব্যক্ত করেছি যেন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়। সে বিষয়ে যেন সবাই সহযোগিতা করে।’

আরও পড়ুন- আগামী সোম-মঙ্গলবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল!

রাজনৈতিক বিরোধিতা এখনো রয়েছে। এ অবস্থায় যারা ভোট দেবেন সেই ভোটারদের উদ্দেশে কিছু বলবেন কি না— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু বলব না।’

সারাবাংলা/জিএস/ইআ

কাজী হাবিবুল আউয়াল জাতীয়-নির্বাচন নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সংসদ নির্বাচন সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর