Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিথিলা ফারজানার চুক্তিভিত্তিক নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ২৩:৫১

ঢাকা: বেসরকারি টেলিভিশন ৭১-এর হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর পদে দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সরকারের গ্রেড-৫ এর সুবিধাদি প্রাপ্য হবেন। যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

পররাষ্ট্র মন্ত্রণলায় মিথিলা ফারজানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর