Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে শ্রমিকবাহী বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ২১:১৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ০১:১৭

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী একটি বাসে পেট্রল ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে পুড়ে যাওয়া বাসটি শ্রীপুরের মুলাইদ এলাকার বদর স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকবাহী বাস। বিকেল সাড়ে ৫টার দিকে বাসটির একটি চাকা পাংচার হয়। পরে অতিরিক্ত চাকা লাগিয়ে পাশে রঙ্গিলাবাজার এলাকায় একটি দোকানে পাংচার সারোনোর জন্য যান। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসটি পার্কিং করে দোকানে চাকা নিয়ে গেলে ওই সময় কে বা কারা বাসটির পেছনে পেট্রোল দিয়ে আগুন দেয়।

বিজ্ঞাপন

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার রায়হান হোসেন চৌধুরী জানান, আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। আমরা তদন্ত করে দেখব। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনইউ

আগুন গাজীপুর টপ নিউজ বাস

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর