Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক আন্দোলনে ফের উত্তপ্ত গাজীপুর, পুলিশের কব্জি বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ১৭:৩১ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ১৮:৪৫

গাজীপুর: জেলার কোনাবাড়ি এলাকায় ফের আন্দোলন শুরু করছে পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে এক পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কীভাবে সেটা হয়েছে তা কেউ বলতে পারেননি।

এর আগে, বুধবার (৮ নভেম্বর) সকালে প্রথম দফায় শ্রমিকরা আন্দোলনে নামে। এ সময় শ্রমিক-পুলিশ সংষর্ঘে একজন নিহত হয়। এ ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু দুপুরের পর থেকে ফের আন্দোলনে নামে শ্রমিকরা। এ সময় আতঙ্কে এলাকার সবধরনের ছোট-বড় ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় শ্রমিকরা মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর পর আন্দোলনরত শ্রমিকরা আশপাশের বিভিন্ন সড়ক ও অলিগলিতে আশ্রয় নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পুলিশও তাদের নিবৃত করতে টিয়ারশেল ছোঁড়ে। সবশেষ বেলা সাড়ে তিনটা পর্যন্ত শ্রমিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল।

গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, কোনাবাড়ি এলাকায় শ্রমিকরা আন্দোলন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট ছুঁড়ে মারছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ইব্রাহিম খান জানান, তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তাদের নাম-পদবি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য দেন। তিনি জানান, আহতবস্থায় পাঁচ পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য প্রবীর (৩০), ফুয়াদ (২৮) ও খোরশেদকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ফুয়াদের অবস্থা গুরুতর। তার ডান হাতের কব্জি আঘাত প্রাপ্ত হয়েছে। আশিকুল (২৭) ও বিপুলকে (২৪) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে পুলিশের একটি সূত্র জানায়, এপিসি কারের ভেতর অসাবধানতায় বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে পুলিশ সদস্যরা আহত হয়েছেন।

জানা গেছে, কারখানা শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর, সফিপুর ও মৌচাকসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছে।

সারাবাংলা/পিটিএম

কব্জি বিচ্ছিন্ন গাজীপুর পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর