‘বিএনপি নয়, বিরোধীদল জাতীয় পার্টি’
৮ নভেম্বর ২০২৩ ১৬:৪৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ১৮:০৫
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নয়, জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টি।
বুধবার (৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’র পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি আজ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মানুষের জীবনযাত্রা নষ্ট করছে, সম্পদ ধ্বংস করছে এবং মানুষ হত্যা করছে।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা শুধু মানুষ হত্যা করে না, বিদেশিদেরও হত্যা করে। তাবেলা সিজারকে হত্যা করল, জাপানি একজনকে হত্যা করল। খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরুকে হত্যার চেষ্টা করা হয়েছে। মসজিদের ইমামকে হত্যার চেষ্টা হয়েছে। সেই কথা কিন্তু এদেশের মানুষ ভোলেনি। সেই সন্ত্রাস, জঙ্গিবাদের কথা এদেশের মানুষ ভোলেনি। আবারও তারা নতুনভাবে শুরু করেছে। নতুনভাবে এই দেশকে অকার্যকর করার চেষ্টা চালাচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘বিরোধীদল সহিংসতা করছে আর আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে। কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আমরা উন্নত, স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছি; আর তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।’
সারাবাংলা/আরএফ/পিটিএম