Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, হেলপারসহ দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৩ ১৩:৩৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ১৩:৪৫

ঢাকা: গাজীপুরের কালিগঞ্জে কাভার্ডভ্যান থামিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে হেলপারসহ দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে কালিগঞ্জ থানার উলুখোলা এলাকায় মেইন রোডে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— বিপ্রজিৎ বাওয়ালী (২০) ও আনোয়ার হোসেন (৪৮)।

বিপ্রজিৎ বাওয়ালী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নিউ টাউন এলাকায় অবস্থিত একটি কোম্পানির ট্রান্সপোর্ট মেকানিক। আর আনোয়ার হোসেন একই কোম্পানির কাভার্ডভ্যানের হেলপার।

দগ্ধ বিপ্রজিৎ জানান, বগুড়ায় তাদের কোম্পানির একটি কাভার্ডভ্যান অকেজো হয়ে পড়ে। গতকাল সোনারগাঁও থেকে বগুড়া যান বিপ্রজিৎ। সেখানে গাড়িটি মেরামত করে অন্য একটি খালি কাভার্ডভ্যানে করে নারায়ণগঞ্জ ফিরছিলেন। তার সঙ্গে ফিরছিলেন আনোয়ার হোসেনও।

তিনি জানান, ভোরে গাজীপুর কালিগঞ্জ দিয়ে আসার পথে গাড়িটি যখন ধীরগতিতে চলছিল তখন মেইন রোডের পাশের একটি গলি থেকে ৭ থেকে ৮ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে এসেই তাদের গাড়ির সামনে গ্লাসে আঘাত করে। তখন চালক ভয়ে ব্রেক করে গাড়ি থেকে নেমে যান। এসময় তাদের সঙ্গে থাকা পেট্রোল বোমা গাড়ির কেবিনের অংশে নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে গাড়ির কেবিন থেকে নামতে নামতেই তারা দুজনই দগ্ধ হন। নামার সময় হক স্টিক দিয়ে আনোয়ারের পায়ে আঘাত করে তারা।

বিপ্রজিৎ জানান, গাড়ি থেকে নামার পর আশপাশের লোকজন তাদের শরীরের আগুন নেভায়। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয় তাদের।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, বিপ্রজিতের বাম হাতের পুরোটা, বাম পায়ের কিছু অংশ এবং মুখমণ্ডলের বাম পাশ দগ্ধ হয়েছে। আর আনোয়ারের ডান হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাদের দুজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এদিকে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে দুষ্কৃতিকারীরা কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে গাড়িতে থাকা দুইজন দগ্ধ হয়েছেন। ওই এলাকায় থাকা পুলিশের টহল টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে। ঘটনাটিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএসআর/এনএস

কাভার্ডভ্যান পেট্রোল বোমা নিক্ষেপ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর