এবার রিজভীর মিছিল উত্তরায়
৮ নভেম্বর ২০২৩ ০৯:৪৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ১২:২৭
ঢাকা: দলের কেন্দ্রীয় নেতাদের অনেকে কারাগারে, বাকিদের কাউকেই খুঁজে পাওয়া না গেলেও একাই মাঠে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পাশাপাশি কয়েকজন অনুসারী নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রুটিন মিছিল করে যাচ্ছেন তিনি।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় সামান্য কয়েকজন কর্মী নিয়ে মিছিল করেছেন রিজভী।
অনুসারীদের নিয়ে কয়েক মিনিটের মিছিল শেষে রাস্তার ফুটপাতে বসে কয়েকটি ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় রিজভীর বুধবার সকালের কার্যক্রম।
রিজভীর সঙ্গে অন্য যারা ছিলেন তারা হলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ অন্যরা।
এদিকে রাজধানীর গোপীবাগ রেললাইনে কয়েক মিনিটের জন্য পিকেটিং করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার অবরোধের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে এ পিকেটিং হয়।
এ সময় ডা. আউয়াল বলেন, ‘যদি আপনি বা আপনারা রাজপথে মিছিল-পিকেটিংয়ে অংশ নিতে না পারেন, তাহলে বাড়িতে অবস্থান নিন। আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন যানবাহন রাস্তায় চলবে না। এটাই হোক আপনার প্রতিবাদ।’
পিকেটিং উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমান, মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রদলের মো. আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধানসহ অন্যরা।
আরও পড়ুন-
সকাল সাড়ে ৭টায় ১৫ জন কর্মী নিয়ে রিজভীর মিছিল
সারাবাংলা/এজেড/ইআ/টিআর