ইস্কাটনে ট্রাকচাপায় প্রাণ গেল বাইক আরোহী ২ তরুণের
৮ নভেম্বর ২০২৩ ০১:১৯ | আপডেট: ৮ নভেম্বর ২০২৩ ১১:১০
ঢাকা: রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় মধ্যরাতে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই তরুণ। মোটরসাইকেল চাপা দেওয়া ট্রাকটি তাৎক্ষণিকভাবে পালিয়ে গেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজনের নাম আরিফুল ইসলাম ও সৌভিক করিম। তাদের পরিচয় বা ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলামোটর থেকে মগবাজারে যাওয়ার রাস্তায় মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয় দ্রুতগতিতে চলতে থাকা একটি ট্রাক। এ সময় মোটরসাইকেলটি থেকে দুই তরুণ ছিটকে পড়েন। ট্রাকটিও দ্রুত মগবাজারের দিকে পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলেই দুই তরুণ প্রাণ হারান।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন দুর্ঘটনায় দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইস্টার্ন টাওয়ারের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় বাইকে থাকা দুজন তৎক্ষণাৎ নিহত হয়েছেন। তাদের পরিচয়-ঠিকানা বা বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। পুলিশ দুর্ঘটনাস্থলে কাজ করছে।
সারাবাংলা/এসএসআর/টিআর