‘কোন ইউনিয়ন কোন দেশ কী বিবৃতি দিলো তাতে আসে যায় না’
৭ নভেম্বর ২০২৩ ১৯:৩২
ঢাকা: বিএনপি নেতাদের গ্রেফতারের প্রসঙ্গে বিভিন্ন দেশের বিবৃতি বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোন ইউনিয়ন, কোন দেশ কী বিবৃতি দিলো তাতে আমাদের কিছু আসে যায় না। আমার দেশের অপরাধী-খুনি, তার খুনের বিচার কি করতে পারব না? তাকে জেলে পাঠাতে পারব না?
মঙ্গলবার (৭নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘৭ নভেম্বর, ৩রা নভেম্বর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। এটি সবাই জানে। জিয়াউর রহমানকে সিপাহী জনতার অভ্যুত্থানে জাসদ নেতা কর্নেল তাহের প্রাণে বাঁচিয়েছিলেন। কিন্তু কর্নেল তাহের যাকে প্রাণে বাঁচিয়েছিলেন, সেই জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে।’
সেই জিয়াউর রহমানের উত্তরসূরিরা হত্যা ক্যু-ষড়যন্ত্রের রাজনীতির বহন করে আজকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আবার ক্ষমতার মঞ্চে চেপে বসতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের রাজনীতিকে যারা কলুষিত করেছে। বাংলাদেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে। বাংলাদেশে ভোট চুরি যাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে এই জিয়াউর রহমান হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতি চালু করেছে। আর তার উত্তরাধিকার খালেদা জিয়া আগুন সন্ত্রাসের রাজনীতি চালু করেছে।’
বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এখন কোথায়? লাফালাফি কই গেল? বাড়াবাড়ি কই গেল? আজকে প্রশ্ন রাখতে চাই, এখানে আমাদের দেশের সাংবাদিকরা আছে। ৭ই নভেম্বর কার দিন? বিএনপির দিবস? কী দিবস! জাতীয় দিবস? জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে নেয় যে দল তাদের মতো ভীরু কাপুরুষদের এদেশে রাজনীতি করা শোভা পায় না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ দিনটা কেন স্থগিত করল! কর্মসূচি কোথায় তাদের? কাল রাতে আবাসিক প্রতিনিধি ঘোষণা করে দিলেন প্রোগ্রাম হবে না। এটিও বলল, জিয়াউর রহমানের মাজারে যাওয়া হবে না। এই দল কি করা উচিত?’
তিনি আরও বলেন, ‘আপনারা কে কোথায়? কেন আজ কারাগারে? তারা কারাগারে যাওয়ার দায় অস্বীকার করতে পারবে না। মির্জা ফখরুল জানে যখন পুলিশের সঙ্গে মারামারি বাঁধিয়ে একজন পুলিশকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়; সেই সময় মির্জা ফখরুল ভাবল আরে ঘটনা তো খারাপ। তখনই মির্জা ফখরুল লাফ দিয়ে নিচে নেমে গেল। এদিকে তাকায় ওদিকে তাকায়, গয়েশ্বর বাবু নাই। ওদিকে তাকায় আমির খসরু নাই। ওদিকে তাকায় খবর নাই। বেচার দিশেহারা হয়ে দৌড় দিছে, ওই দৌড় ডেমরার সালাহউদ্দিনের দৌড়ের চেয়েও দ্রুততর।’
২৮ তারিখ শেখ হাসিনার পতন নয়। বিএনপির স্টেজেরই পতন হয়ে গেছে বলেও মনে করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি নিজেই বলেছেন, আমি খেয়াল রাখব অপরাধী ছাড়া কোনো নিরীহ লোক যেন ধরা না পড়ে। এতে বদনাম হয়। এই বদনাম আমরা ঘাড়ে নেব কেন?’
ওবায়দুল কাদের বলেন, ‘কোন ইউনিয়ন, কোন দেশ কি বিবৃতি দিলো তাতে আমাদের কিছু আসে যায় না। আমার দেশের আইনে আমার দেশের অপরাধীকে আমি বিচার করতে পারব না এ কোন গণতন্ত্র? কোথা থেকে এল এই আদেশ? আমার দেশের অপরাধী খুনি, তার খুনের বিচার কি আমি করতে পারব না? তাকে জেলে পাঠাতে পারব না? আদালত আছে, সে নিরাপরাধ হলে আদালত থেকে মুক্তি নেবে। এখানে তো স্বাধীন বিচার ব্যবস্থা আছে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতারা।
সারাবাংলা/এনআর/একে