Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ এখনও বিএনপিকে ভয় দেখায়নি: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ১৯:০৮ | আপডেট: ৭ নভেম্বর ২০২৩ ১৯:১৭

ঢাকা: বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এখনও তো ভয় দেখায়নি, সবে শুরু হয়েছে। আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। এতেই ভয়ে অস্থির। ৭ ই নভেম্বর তাদের নাম্বার ওয়ান জাতীয় দিবস। এটি তাদের উত্থান দিবস। সেই দিবস পালন করতে যাদের এত ভয়, তাদের তাদের নাকি আওয়ামী লীগ নিশ্চিহ্ন করছে? বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদের নিশ্চিহ্ন করার জন্য।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘৭ নভেম্বর, ৩রা নভেম্বর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। এটি সবাই জানে। জিয়াউর রহমানকে সিপাহী জনতার অভ্যুত্থানে জাসদ নেতা কর্নেল তাহের প্রাণে বাঁচিয়েছিলেন। কিন্তু কর্নেল তাহের যাকে প্রাণে বাঁচিয়েছিলেন, সেই জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে।’

সেই জিয়াউর রহমানের উত্তরসূরিরা হত্যা ক্যু-ষড়যন্ত্রের রাজনীতির বহন করে আজকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আবার ক্ষমতার মঞ্চে চেপে বসতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের রাজনীতিকে যারা কলুষিত করেছে। বাংলাদেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে। বাংলাদেশে ভোট চুরি যাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে এই জিয়াউর রহমান হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতি চালু করেছে। আর তার উত্তরাধিকার খালেদা জিয়া আগুন সন্ত্রাসের রাজনীতি চালু করেছে।’

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এখন কোথায়? লাফালাফি কই গেল? বাড়াবাড়ি কই গেল? আজকে প্রশ্ন রাখতে চাই, এখানে আমাদের দেশের সাংবাদিকরা আছে। ৭ই নভেম্বর কার দিন? বিএনপির দিবস? কী দিবস! জাতীয় দিবস? জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে নেয় যে দল তাদের মতো ভীরু কাপুরুষদের এদেশে রাজনীতি করা শোভা পায় না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ দিনটা কেন স্থগিত করল! কর্মসূচি কোথায় তাদের? কাল রাতে আবাসিক প্রতিনিধি ঘোষণা করে দিল প্রোগ্রাম হবে না। এটিও বলল জিয়াউর রহমানের মাজারে যাওয়া হবে না। এই দল কি করা উচিত?’

বিজ্ঞাপন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখনও তো ভয় দেখায়নি, সবে শুরু হইছে। আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। এতেই ভয়ে কাত, ভয়ে অস্থির। এতেই ৭ নভেম্বর বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে কয়েকটা মিছিল হচ্ছে, এগুলো দেখেই ভয়ে নিজেদের কর্মসূচি বাতিল করে দিছে। এটি কি কোনো দল? এরা আন্দোলন করতে পারবে? এদের আন্দোলন ভুয়া।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর