Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ১৭:৪০

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্র্ঘষে ওমর ফারুক (১৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ২টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের শ্রীমুখ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের মতিয়ার রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শী জানান, মহিমাগঞ্জমুখী একটি ট্রাক্টরের সঙ্গে গোবিন্দগঞ্জমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যায়। কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তবে কোনো দাবি না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/পিটিএম

ট্রাক্টর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর