Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতির বাসভবনে হামলা: বিএনপির ৩ আইনজীবী নেতার জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ১৫:৩১

ঢাকা: প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগের দুই মামলায় বিএনপির তিন নেতাকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আসামিদের এ সময়ের মধ্যে ঢাকার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পাওয়া বিএনপির তিন নেতা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল ও সগির হোসেন লিওন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

আদেশের পর জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আদালত আমাদের সিনিয়র তিন আইনজীবীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। আইনজীবী হিসেবে তাদের সুনামের দিক বিবেচনায় এই জামিন দিয়েছেন আদালত।’

এর আগে, আজ শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‘প্রধান বিচারপতির বাস ভবনে হামলা বিচার বিভাগের হৃৎপিণ্ডে আঘাতের সামিল। এটা জাতির কাছে ভালো বার্তা দেয় না।’

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যানবাহন ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় বিএনপির ৭২ জন নেতার নাম উল্লেখ করে কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোফিজুর রহমান বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। আরেকটি মামলায় ৫৯ জন বিএনপি নেতার নাম উল্লেখ করে সিদ্বেশ্বরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সহিদুল ওসমান মাসুম বাদি হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। দুটি মামলাই ঘটনার পরদিন ২৯ অক্টোবর রমনা মডেল থানায় দায়ের করা হয়।

এ দুই মামলায় গত সপ্তাহে বিএনপির তিন নেতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।
আজ শুনানি শেষে আদালত তাদের তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন টপ নিউজ প্রধান বিচারপতি বাসভবন হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর