Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, ৭ যাত্রীর সবাই নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ১৩:০৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৩ ১৩:১৩

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহতের তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুজন। নিহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়ায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মারসা পরিবহনের বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিল। আর যাত্রীবাহী অটোরিকশা হাটহাজারী থেকে ফটিকছড়ির দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে নিহত সাতজনই অটোরিকশার যাত্রী। যে দুজন আহত হয়েছেন, তারা পথচারী।’

চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন সারাবাংলাকে জানান, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিনটি শিশু। শিশুদের মধ্যে দুজন ছেলে।

ঘটনাস্থলে থাকা হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম সারাবাংলাকে বলেন, ‘বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে সাতজন মারা গেছে বলে জানতে পেরেছি।’

সারাবাংলা/আরডি/টিআর

নিহত ৭ বাস-অটোরিকশা মুখোমুখি বাস-অটোরিকশা সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর