Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাশের মতো চাদর দিয়ে ঢেকে মাদক পাচারের চেষ্টা, অ্যাম্বুলেন্স জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ১২:১৫

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। এ ঘটনায় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত আর আর অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ১১৩৫৪৫) জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পুলিশের টহল জিপের সাইরেন শুনে চালক অ্যাম্বুলেন্স রেখে পালিয়ে যান। পরে অ্যাম্বুলেন্স তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। চালক এসব মাদক সিটের ওপরে চাদর দিয়ে ঢেকে লাশের মতো করে রেখেছিলেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ব্যাপারে অজ্ঞাত পলাতক চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।

সারাবাংলা/এনইউ

অ্যাম্বুলেন্স কুড়িগ্রাম পাচার মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর