শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
৭ নভেম্বর ২০২৩ ১০:২৬ | আপডেট: ৭ নভেম্বর ২০২৩ ১০:৩০
বেনাপোল: যশোরের শার্শায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রিমন হাসান রাকিব (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে হাবিব (২৬) নামে অপর আরোহী আহত হয়েছেন।
সোমবার (৬ই নভেম্বর) ১১টার দিকে উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন হাসান রাকিব যশোর পূর্ববারান্দী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। আহত হাবিব যশোর শহরের হামিদপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ও হাবিব মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাভারন নিউ মার্কেটের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুত আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নাভারন হাইওয়ে থানার সাব-ইসন্সপেক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিমন হাসান রাকিবকে মৃত ঘোষনা করেন। আর আহত হাবিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এনইউ