এনএসআই’র অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী মারা গেছেন
সিনিয়র করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৩ ০০:১৮
৭ নভেম্বর ২০২৩ ০০:১৮
ঢাকা: যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার মারা গেছেন। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন।
গতকাল রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিপ্লবী রাণী জোয়ারদার এর আগে ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে চিকিৎসা নেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
বেলাল হোসাইন বলেন, ‘আজ স্যার এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। কিন্তু ভাবি তা দেখে যেতে পারলেন না।’
সারাবাংলা/ইউজে/পিটিএম