অক্টোবরে মূল্যস্ফীতি বেড়েছে
৬ নভেম্বর ২০২৩ ২১:২৪ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ২২:২৭
ঢাকা: অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট হারে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ।
খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৮২ শতাংশ।
সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর কঞ্জুমার প্রাইস ইনডেক্স সিপিআই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৭৫ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ৫১ শতাংশ। খাদ্য বহিভূর্ত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক শূন্য এক শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৪২ শতাংশ।
শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক শূন্য এক শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ১২ শতাংশ।
সারাবাংলা/জেজে/একে