রাউজানে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের
স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ১৯:৩৭
৬ নভেম্বর ২০২৩ ১৯:৩৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে পরস্পরের চাচাতো বোন।
সোমবার (৬ নভেম্বর) উপজেলার বাগোয়ান ইউনিয়নের উত্তর গশ্চি গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত দুজন হলো উত্তর গশ্চি গ্রামের বাসিন্দা প্রবাসী কামাল উদ্দিনের মেয়ে রেখা আক্তার (৩) এবং তার ভাই সালাউদ্দিনের মেয়ে সামিরা আক্তার (৪)।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের উত্তর গশ্চি ওয়ার্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ ইয়াছিন জানান, দুই শিশু সকালে বাড়ির উঠোনে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে তারা কাছেই পুকুরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যেই একজন পুকুরের ঘাটের কাছে এবং আরেকজন অদূরে ভেসে ওঠে।
তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/আরডি/একে