Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের ১৪ বছর জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ১৭:১৫

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আবু হোরায়রা হত্যা মামলার রায়ে প্রধান আসামি শহিদুল ইসলামের ছেলে মোমিনকে (২২) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ ছাড়া একই এলাকার স্কুলপাড়ার মোত্তালেবের ছেলে পারভেজ আহমেদ (২৮) ও ওই এলাকার কুটিপাড়ার জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান ওরফে রিজনকে (৩০) ১৪ বছর সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী সোমবার (৬ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন।

নিহত স্কুলছাত্র এবং দণ্ডপ্রাপ্তদের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে। দণ্ডিতদের মধ্যে পারভেজ পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, তালতলা গোরস্থানপাড়ার আব্দুল বারেকের একমাত্র ছেলে আবু হোরায়রা ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রের বাবা আব্দুল বারেক বাদী হয়ে প্রাইভেট শিক্ষক রন্জু হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার উপ-পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান তদন্ত শেষে উল্লিখিত তিনজনের বিরুদ্ধে ওই বছরের ৩০ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আদালতের বিচারক চাঞ্চল্যকর এই মামলায় ১৩ জনের সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

সারাবাংলা/একে

টপ নিউজ মৃত্যুদণ্ড স্কুলছাত্র হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর