রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ১৬:২৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ১৭:১৬
৬ নভেম্বর ২০২৩ ১৬:২৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ১৭:১৬
রাজশাহী: জেলার মোহনপুরে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার মৌগাছি নন্দনহাট মোড়ে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘রাজশাহী থেকে একটি পণ্যবাহী ট্রাক বাগমারার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি মুরগির খাবার নিয়ে যাচ্ছিল। পথে মোহনপুর নন্দনহাট এলকায় পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
হরিদাস মণ্ডল জানান, ট্রাকে তিনজন ছিলেন। তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীরা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/পিটিএম