Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপেন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ১৩:১৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ১৫:২৮

মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানার সঙ্গে মসজিদ আল হারামের পবিত্র মসজিদে ওমরাহ পালন করেন।

তারা বাংলাদেশ ও দেশের জনগণসহ মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এবং সফরসঙ্গীর অন্যান্য সদস্যরা ওমরাহ পালন করেন।

পরে প্রধানমন্ত্রী পবিত্র মসজিদুল হারামে জামাতে যোগ দিয়ে ফজরের নামাজ আদায় করেন।

এর আগে রোববার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা মদিনায় পৌঁছান। মদিনায় মসজিদে নববীতে হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বিমানযোগে মদিনা ত্যাগ করেন এবং জেদ্দায় পৌঁছান। সেখান থেকে সড়কপথে মক্কায় যান।

সারাবাংলা/আইই

টপ নিউজ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর