‘৭১ সালের চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে দেশ’
৬ নভেম্বর ২০২৩ ১২:২১ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ ১৫:১০
ঢাকা: ১৯৭১ সালের দুর্বিষহ দিনগুলোর চেয়েও দেশ চরম সংকটকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী এ বিবৃতি দেন।
তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ এখন ‘৭১ সালের দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। সে (১৯৭১) সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াত, স্বাধীনতার অর্ধ শতাব্দীকাল পরও তেমনিভাবে এ দেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।’
তিনি বলেন, ‘পুলিশ নেতা-কর্মীদেরকে ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেট করা ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটক করা নেতা-কর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে শুরু হয়েছে স্বৈরশাহীর মহাতাণ্ড।’
রিজভী বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান অবৈধ শাসক গোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।’
বিবৃতিতে অবিলম্বে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সারাবাংলা/এজেড/ইআ